২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান
পঞ্চম অধ্যায় : পদার্থের অবস্থা ও চাপ- মো: গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক, ঝিট্কা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়, হরিরামপুর, মানিকগঞ্জ
- ১৩ এপ্রিল ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : পদার্থের অবস্থা ও চাপ’ থেকে আরো ১১টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৪। P = ঋঅ সমীকরণে ঋ-এর মান বেশি চ এর মান কেমন হবে-
ক) P বেশি হবে
খ) P কমে যাবে
গ) P এর মান স্থির থাকবে
ঘ) সর্বনিম্ন হবে
৫। নিচের কোনটি সঠিক?
ক) 1 Pa = 1Nm-2
খ) 1 Pa = 1N-1m-2
গ) 1 Pa = 1Nm-3
ঘ) 1 Pa = 1Nm-1
৬। প্রযুক্ত বল স্থির থাকলে ও ক্ষেত্রফল যত কম হয় চাপ তত কী হয়?
ক) কম হয়
খ) বেশি হয়
গ) পরিবর্তন হয় না
ঘ) পরিবর্তিত হয়
৭। কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের কী বলে?
ক) আপেক্ষিক পুরুত্ব
খ) ওজন
গ) ঘনত্ব ঘ) চাপ
৮। ঘনত্ব কিসের ওপর নির্ভরশীল-
ক) বস্তুর উপাদান
খ) বস্তুর তাপমাত্রা
গ) বস্তুর উপাদান ও তাপমাত্রা
ঘ) বস্তুর উচ্চতা
৯। বায়ুর ঘনত্ব কত (kgm-3)?
ক) ২.৫০ খ) ১.২৯
গ) ৩০০ ঘ) ৫০০
১০। বরফের ঘনত্ব কত (শমস-৩)?
ক) ৯২০ খ) ২৫০ গ) ৩৫০ ঘ) ৪৫০
১১। নিচের কোনটির ঘনত্ব কম?
ক) পচা ডিম খ) ভালো ডিম
গ) পানি ঘ) লোহা
১২। জর্ডানের মৃত সাগরের লবণ ও অন্যান্য অপদ্রব্য মিশ্রিত থাকে বলে মানুষ সেখানে কিভাবে থাকে?
ক) ডুবে থাকে
খ) ভেসে থাকে
গ) নিমজ্জিত অবস্থায়
ঘ) অর্ধমৃত অবস্থায়
১৩। টরিসেলির পরীক্ষার সাহায্যে কী পরিমাপ করা হয়?
ক) চাপ খ) ঘনত্ব
গ) ওজন ঘ) বায়ুমণ্ডলীয় চাপ
উত্তর : ৩.গ, ৪.ক, ৫.ক, ৬.খ, ৭. গ, ৮.গ, ৯. খ, ১০. ক, ১১. ক, ১২. খ, ১৩.ঘ।